নয়া দিল্লি: দেখতে দেখতেই হাজির বছরের শেষের দোরগোড়ায়। আগামিকাল থেকেই শুরু নতুন মাস। আর নতুন মাস মানেই নিয়মে পরিবর্তন। প্রতি মাসের মতো নভেম্বর মাসেও একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এরমধ্যে যেমন ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম রয়েছে, তেমনই ওটিপি থেকে শুরু করে ব্যাঙ্কের একাধিক নিয়মও রয়েছে। পরবর্তী সময়ে সমস্যায় পড়তে না চাইলে, এখনই এই নিয়মগুলি জেনে নিন-
ভারতীয় রেলওয়ের তরফে অগ্রিম টিকিট বুকিং নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে আর ১২০ দিন বা তিন মাস আগে থেকে নয়, যাত্রার ৬০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বুকিং করা যাবে। ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। তবে যাদের আগে থেকে টিকিট কাটা ছিল, তাদের উপরে এই নিয়মের কোনও প্রভাব পড়বে না।
টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়ার তরফে সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে স্প্যাম ও প্রতারণামূলক মেসেজ ট্রাক করার নির্দেশ দিয়েছিল। তবে অনেক সংস্থাই এখনই এই নিয়ম অনুসরণ করতে পারবে না বলে জানিয়েছে। ফলে ট্রাই (TRAI)-র নয়া নিয়ম অনুযায়ী নভেম্বর মাস থেকে মোবাইলে ওটিপি আসা বন্ধ হয়ে যেতে পারে।
আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ড রিওয়ার্ড প্রোগ্রামে বড় পরিবর্তন এনেছে। এতে বিমা থেকে শুরু করে মুদি দোকানে কেনাকাটা, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, ফুয়েল সারচার্জে ছাড়ের মতো পরিষেবায় প্রভাব পড়বে। আগামী ১৫ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।