নয়া দিল্লি: ভারতে বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া। গোটা দেশেই জ্বালানির দাম প্রতি লিটারে প্রায় ১০০ টাকা। এই অবস্থায় পেট্রল বা ডিজেল কিনতে গেলে টান পড়ছে পকেটে। তার সঙ্গে তাল মিলিয়ে চলা, অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আর্থিক সুরাহা দিতে পারে, ফুয়েল ক্রেডিট কার্ড। ফুয়েল ক্রেডিট কার্ড থাকলে প্রতি লিটারে অন্তত ৮ থেকে ১০ টাকা সাশ্রয় করা যায়। আসুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, ফুয়েল ক্রেডিট কার্ড থাকলে কী কী সুবিধা পাওয়া যায় –
বিপিসিএল এসবিআই কার্ড অকটেন
এসবিআই-এর ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিপিসিএল এসবিআই কার্ড অকটেন ব্যবহার করে পেট্রোল পাম্প স্টেশনগুলিতে ১ শতাংশ সারচার্জ মকুফ সহ জ্বালানি এবং লুব্রিকেন্টের উপর মোট ৭.২৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়। এছাড়াও, গ্রাহকরা ভারত গ্যাসে ৬.২৫ শতাংশ ক্যাশব্যাকের সুবিধাও পেয়ে থাকেন।
ইন্ডিয়ান অয়েল সিটি ক্রেডিট কার্ড
জ্বালানি কেনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ইন্ডিয়ান অয়েল সিটি ক্রেডিট কার্ড। ইন্ডিয়ান অয়েল সিটি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে, গ্রাহকরা এক বছরে বিনামূল্যে ৬৮ লিটার পেট্রোল এবং ডিজেল পাবেন। ব্যবহারকারীরা পুরস্কার হিসেবে টার্বো পয়েন্ট পেয়ে থাকেন। ইন্ডিয়ান অয়েলের পাম্পে খরচ করা প্রতি ১৫০ টাকায় ৪ টার্বো পয়েন্ট পাওয়া যায়। এই পয়েন্টগুলি ভাঙিয়ে, ব্যবহারকারীরা এক বছরে ৬৮ লিটার পর্যন্ত বিনামূল্যে পেট্রোল পেতে পারেন।
ইন্ডিয়ান অয়েল এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড
ইন্ডিয়ান অয়েল এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে, গ্রাহকরা আইওসিএল-এর পাম্পিং স্টেশনগুলিতে ‘ফুয়েল পয়েন্ট’ নামে পুরস্কার পেতে পারেন। গ্রাহকরা তাদের যানবাহনে রিফুয়েল করার জন্য এই কার্ডটি ব্যবহার করলে, ৫ শতাংশ করে ফুয়েল পয়েন্ট পাবেন। এই পয়েন্টগুলি ভাঙিয়ে বছরে বিনামূল্যে ৫০ লিটার পেট্রোল পাওযা যায়।
ইন্ডিয়ান অয়েল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড
অ্যাক্সিস ব্যাঙ্ক-ও গ্রাহকদের সুবিধার জন্য একটি ফুয়েল ক্রেডিট কার্ড চালু করেছে। ইন্ডিয়ান অয়েল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে, গ্রাহকরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে প্রতি ১০০ টাকা খরচ পিছু ২০ রিওয়ার্ড পয়েন্ট বা ৪ শতাংশ ভ্যালুব্যাক পেতে পারেন।