মুম্বই: ২০২৪ সালের মাঝামাঝি বেড়েছিল রিচার্জের দাম। রিলায়েন্স জিয়ো থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার রিচার্জ প্ল্যানের দাম বেড়েছিল। তারপরই অনেক গ্রাহক বিএসএনএলে নিজেদের কানেকশন বদলে নিয়েছেন। হারানো গ্রাহকদের ফেরাতে এবার সস্তার রিচার্জ প্ল্য়ান আনছে সংস্থাগুলি। এবার সবথেকে সস্তার ডেটা প্য়াক নিয়ে এল রিলায়েন্স জিয়ো।
মোবাইল নেটওয়ার্কের মার্কেটে প্রধান তিন প্রতিযোগীই দারুণ ডেটা প্ল্যান এনেছে। এর মধ্যে জিয়ো এনেছে ১৯৮ টাকার প্ল্যান, যেখানে দৈনিক ২ জিবি হাইস্পিড ডেটা, লোকাল- এসটিডি নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং ও প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা ১৪ দিনের। অর্থাৎ মোট ২৮ জিবি ফ্রি ডেটা পাবেন। এখানেই শেষ নয়, পাশাপাশি জিয়ো টিভি, জিয়ো সিনেমা ও জিয়ো ক্লাউডেও বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে।
জিয়োর অন্যতম প্রতিযোগী এয়ারটেলও দৈনিক ২ জিবি ডেটার রিচার্জ প্ল্যান এনেছে। এর দাম ৩৭৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে ২ জিবি ইন্টারনেটের সঙ্গে বিনামূল্যে কলিং ও ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ১ মাস। এই প্ল্যানে বিনামূল্যে স্প্যাম অ্যালার্ট, হ্যালোটিউনের সুবিধাও পাওয়া যাবে।
ভোডাফোন-আইডিয়া বা ভিআই-রও দৈনিক ২ জিবি ডেটার রিচার্জ প্ল্যান রয়েছে। এর দাম ৩৬৫ টাকা। এতে দৈনিক ২ জিবি ইন্টারনেটের পাশাপাশি ১০০টি এসএমএস ও বিনামূল্যে কলিংয়ে সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিনের।