Gas Price: কমল গ্যাসের দাম, বাজেটের দিন সকালেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর

Gas Price: বাজেটে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জোর দেওয়া হোক, এমনটাই চাইছেন সাধারণ মধ্যবিত্ত। আর সেই বাজেটের আগেই পরিবর্তন হল দাম। প্রতি মাসের ১ তারিখেই গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হয়।

Gas Price: কমল গ্যাসের দাম, বাজেটের দিন সকালেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর
Image Credit source: PTI

Feb 01, 2025 | 8:10 AM

নয়া দিল্লি: ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হতে আর কয়েক ঘণ্টা বাকি। তার আগেই স্বস্তির খবর পেলেন দেশের মানুষ। দাম কমল গ্যাস সিলিন্ডারের। আইওসিএল-এর তথ্য অনুযায়ী, এই নিয়ে পরপর দু মাসে দাম কমল সিলিন্ডারের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে এই হ্রাস করা হয়েছে।

দু’মাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ২০ টাকারও বেশি কমেছে। তবে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

রাজধানী দিল্লিতে, ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা করে কমানো হয়েছে। দাম কমে হয়েছে ১,৭৯৭ টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ৪ টাকা করে কমেছে। দাম হয়েছে ১৯০৭ টাকা। মুম্বই ও চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬.৫ টাকা করে কমানো হয়েছে। দাম কমে যথাক্রমে হয়েছে ১৭৪৯.৫০ টাকা এবং ১৯৫৯.৫০ টাকা।

দু’মাসে দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১.৫ টাকা কমেছে। কলকাতায় ২০ টাকা এবং চেন্নাইতে ২১ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম।

তবে বাড়িতে রান্নার গ্যাসের ক্ষেত্রে গত ১১ মাসে দামের কোনও পরিবর্তন হয়নি। ২০২৪ সালের মার্চ মাসে দামের পরিবর্তন করা হয়েছিল। বর্তমানে ঘরোয়া গ্যাসের দাম দিল্লিতে সিলিন্ডার প্রতি ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।