
ঋণের ভারে ডুবছে রিলায়েন্সের এই সংস্থা। এবার সেই সংস্থার সহযোগী সংস্থাকে কিনতে চলেছেন গৌতম আদানি। এই ক্রয়ের ফলে, কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে অনিল অম্বানির রিলায়েন্স পাওয়ার। সূত্রের খবর ইতিমধ্যেই অম্বানির সঙ্গে আদানির চুক্তি হওয়া নিয়ে অনুমোদন দিয়েছে জাতীয় কোম্পানি আইন ট্রাইবুন্যাল।
রিলায়েন্স পাওয়ারের সহযোগী সংস্থা বিদর্ভ ইন্দাস্ট্রিজ পাওয়ার লিমিটেডকে কিনে নিতে চলেছে আদানি গোষ্ঠী। সূত্রের খবর, প্রায় ৪ হাজার কোটি টাকায় মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত এই সংস্থাকে কিনে নিতে চলেছে আদানিরা।
জানা যাচ্ছে, রিলায়েন্স পাওয়ারের সহযোগী এই সংস্থার ৬০০ মেগাওয়াটের ২টি উইনিট রয়েছে যারা তাপবিদ্যুৎ উৎপাদন করে। এই সংস্থাটি অনেক দিন ধরেই আর্থিক সঙ্কটে রয়েছে, আর সেই কারণেই এই সংস্থাটি আদানি পাওয়ারের কাছে বিক্রি করতে চলেছে রিলায়েন্স পাওয়ার। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন সেক্টরে আরও বড় কোনও পরিকল্পনার অংশ হিসাবে এই সংস্থাটিকে কিনে নিতে চলেছে আদানিরা।
তথ্য বলছে, এই চুক্তি চূড়ান্ত হলে লাভবান হবে দুই সংস্থাই। কারণ, এই সংস্থা বিক্রি হলে ঋণের হাত থেকে মুক্তি পাবে অনিল অম্বানির সংস্থা। অন্যদিকে, এই সংস্থাকে কিনে নিলে নিজেদের উৎপাদন ক্ষমতা অনেকটা বাড়িয়ে ফেলতে পারবে আদানি পাওয়ার। ফলে, এই চুক্তি দুই পক্ষের জন্যই একটা লাভজনক চুক্তি হতে চলেছে, তা বলাই যায়।