
নয়া দিল্লি: ভারতের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার পক্ষে সওয়াল করলেন শিল্পপতি গৌতম আদানি। এ দিন তিনি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এইচ.ই তো লামের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ দিন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, “ওঁর (এইচ.ই তো লাম) উদ্যোগ এবং পরিকল্পনা ভিয়েতনামকে শক্তি, লজিস্টিক্স, বন্দর ও উড়ান ক্ষেত্রে আঞ্চলিক লিডার করে তুলবে। এই পরিবর্তনের যাত্রা এবং ভারত-ভিয়েতনামের গভীর অংশীদারিত্বে অবদান রাখার প্রত্যাশা রাখছি আমরা।”
It was a privilege to meet H.E. Tô Lâm, General Secretary of the Communist Party of Vietnam. His bold reforms and visionary agenda to position Vietnam as a regional leader in energy, logistics, ports and aviation reflect exceptional strategic foresight. We look forward to… pic.twitter.com/v0yjrJkh3Q
— Gautam Adani (@gautam_adani) July 30, 2025
প্রসঙ্গত, ভারত ও ভিয়েতনামের মধ্যে দীর্ঘ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। চলতি অর্থবর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫.৭৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৬.৪০ শতাংশ বেশি। ভারত ভিয়েতনামে ৫.৪৩ বিলিয়ন ডলারের রফতানি করে, সেখানেই ভিয়েতনাম থেকে ১০.৩৩ বিলিয়ন ডলারের আমদানি করা হয় প্রতি বছর। গত অর্থবর্ষে ভিয়েতনাম ভারতের ২০ তম বাণিজ্য অংশীদার ছিল।
গত সপ্তাহেই ভিয়েতনামে ভারতের অ্যাম্বাসডর সন্দীপ আর্য টিয়েন সা পোর্ট পরিদর্শনে যান। আইএনএস দিল্লি, শক্তি ও কিলতেন ভিয়েতনামের দা নাঙ্গে বন্দর বানানোর পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চলতি মাসেই ব্রাজিলে ব্রিকস সামিটে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে সাক্ষাৎ করেন।