Gemini Vs ChatGPT, AI Image: অ’সাধারণ’ ছবি থেকে রেট্রো লুক, একটি কমান্ডের কিস্তিমাত?

Gemini Vs ChatGPT: ছবি কেমন হবে তা নির্ভর করে আপনি কী ধরনের প্রম্পট দিচ্ছেন তার উপর। এই প্রম্পট দেওয়ার ব্যপারটা খুবই সহজ। আসলে আপনি কী ধরনের শব্দ চয়ন করছেন তার উপর নির্ভর করছে কী ধরনের ছবি আপনি পাচ্ছেন। অর্থাৎ আপনার শব্দ চয়নেই রয়েছে আসল জাদুটা।

Gemini Vs ChatGPT, AI Image: অসাধারণ ছবি থেকে রেট্রো লুক, একটি কমান্ডের কিস্তিমাত?
Image Credit source: Getty Images

Sep 18, 2025 | 3:21 PM

ট্রেন্ডে গা ভাসানো বাঙালির স্বভাব। আর বর্তমানে নয়া এক ট্রেন্ড ভাইরাল হচ্ছে। সেটা হল ‘ন্যানো ব্যানানা’ ট্রেন্ড। গুগল জেমিনাই ব্যবহার করে অনেকেই অনেক ধরনের ছবি বানাচ্ছে। কোনও ব্যক্তির ছবি ও টেক্সট প্রম্পট দিয়ে তৈরি করা যাচ্ছে নতুন ছবি। তবে ছবি কেমন হবে তা নির্ভর করে আপনি কী ধরনের প্রম্পট দিচ্ছেন তার উপর। এই প্রম্পট দেওয়ার ব্যপারটা খুবই সহজ। আসলে আপনি কী ধরনের শব্দ চয়ন করছেন তার উপর নির্ভর করছে কী ধরনের ছবি আপনি পাচ্ছেন। অর্থাৎ আপনার শব্দ চয়নেই রয়েছে আসল জাদুটা।

কীভাবে বানাবেন সাধারণ ছবি?

অত্যন্ত স্পষ্ট ও বিস্তারিত বর্ণনা দিয়ে যে কোন ছবি তৈরি করা সম্ভব। যে রেট্রো হোক বা সাধারণ ছবি। আপনি যদি লেখেন, ‘একজন মহিলা ল্যাপটপ নিয়ে ডেস্কে বসে আছেন। জানলা দিয়ে রোদ আসছে। রিয়ালিস্টিক ফটোগ্রাফির স্টাইলে তৈরি করে দিন’, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি ঝকঝকে আধুনিক ছবি তৈরি করে আপনাকে দেবে।

রেট্রো লুকের জন্য কী লিখবেন?

পুরনো দিনের ভিন্টেজ পোস্টার বা ৮০-র দশকের মতো ছবি চাইলে আপনাকে প্রম্পটে কয়েকটি অতিরিক্ত শব্দ যোগ করতে হবে। যেমন ‘retro’, ‘vintage’, ‘sepia tones’ বা ‘grainy film’। একই ছবির জন্য আপনি লিখতে পারেন, ‘একজন মহিলা ল্যাপটপ নিয়ে ডেস্কে বসে আছেন, ১৯৮০ সালের মতো রেট্রো পোস্টার স্টাইল, সেপিয়া টোন, গ্রেনি ফিল্ম টেক্সচার’। আর সঙ্গে সঙ্গে বদলে যাবে ছবির ভোল। গুগল জেমিনাই হোক বা চ্যাটজিপিটি, দুই প্ল্যাটফর্মেই এই একই কৌশল কাজ করে প্রম্পট। আপনাকে ছবির মূল বর্ণনার সঙ্গে আপনার পছন্দের স্টাইলটিও জুড়ে দিতে হবে। মাত্র কয়েকটি শব্দ বদলে দিলেই বর্তমান থেকে অতীতে টাইম ট্র্যাভেল করতে পারে আপনার তৈরি করা ছবি। পরেরবার ছবি তৈরি করার সময় সাধারণ কমান্ডের সঙ্গে বিভিন্ন ধরনের শব্দ যোগ করে দিন। তাহলেই দেখতে পারেন জাদু। সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে যাবে আপনার ছবি।

তবে, এই ক্ষেত্রে ট্রেন্ডে গা ভাসানোর পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে আপনার নিজের তথ্যের সুরক্ষার ব্যাপারটাও। কয়েকটি সহজ নিয়ম যদি আপনি মেনে চলেন, তাহলেই কিন্তু সুরক্ষিত থাকবে আপনার সব তথ্য। সুরক্ষিত থাকবেন আপনিও।