বর্তমান যুগে মানুষ এখন ডিজিটাল পেমেন্টে বেশি ভরসা রাখে। আর ডেবিট কার্ড পকেটে নেই এরকম মানুষ খুব কমই দেখা যায়। এখন ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডও অনেকেই ব্যবহার করে থাকেন। এদিকে অন্যান্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের মতো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াও তার গ্রাহকদের ক্রেডিট কার্ডের সুবিধা দিয়ে থাকে। ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক কিছু ক্ষেত্রে বিশেষ অফার পাওয়া যায়। সেরকমই এই উৎসবের মরশুমে কেনাকাটায় ভাল অফার মিলছে এসবিআই ক্রেডিট কার্ডে।
এই দিওয়ালিতে টাকা না থাকার কারণে পছন্দের জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে না। SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কেউ এখনি নিজের পকেটের টাকা খরচ না করে ধীরে ধীরে EMI-র মাধ্যমে মেটাতে পারেন। এই দিওয়ালি উপলক্ষে এসবিআই নয়া ক্রেডিট কার্ড অফার ঘোষণা করেছে। এর মধ্যে বেশ কয়েকটি অফারের উল্লেখ করা হল :
SBI ক্রেডিট কার্ড দিওয়ালি অফারে TBZ থেকে থেকে গয়না কিনলে ২,৫০০ ও ৫,০০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।