বাড়িতে ১ টাকার কয়েন আছে? পেতে পারেন ২৫ লক্ষ টাকা

arunava roy |

Jun 11, 2021 | 4:54 PM

আজই ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে গিয়ে আপলোড করুন ১ টাকার কয়েনের ছবি। আর ঘরে বসেই পেয়ে যান ২৫ লক্ষ টাকা (Rs 25 lakh)।

বাড়িতে ১ টাকার কয়েন আছে? পেতে পারেন ২৫ লক্ষ টাকা
১ টাকার কয়েন

Follow Us

ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। আপনার কাছে পুরনো ১ টাকার কয়েন (Rs 1 coin) থাকলে ২৫ লক্ষ টাকা মিলতে পারে। ইন্ডিয়ামার্ট (Indiamart) ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে ১ টাকার কয়েনের ছবি। এই খবরে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে আবার ইতিমধ্যেই বাড়িতে খুঁজতে শুরু করেছেন ১ টাকার কয়েন।

১ টাকার কয়েনের জন্যই আপনি উপার্জন করতে পারেন ২৫ লক্ষ টাকা। indiamart.com ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে ১ টাকার কয়েনের ছবি। তবে থাকতে হবে বিশেষ কিছু বৈশিষ্ট্য। ১ টাকার কয়েন ১০০ বছরের পুরনো হওয়া চাই। কেবল একটি কয়েন থাকলে হবে না। থাকলে হবে একের অধিক ১ টাকার কয়েন।

তাহলে আর দেরি কেন? আজই ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে গিয়ে আপলোড করুন ১ টাকার কয়েনের ছবি। আর ঘরে বসেই পেয়ে যান ২৫ লক্ষ টাকা। বিজ্ঞাপনের হিসেবে ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে দেখা যাবে টাকার কয়েনের ছবি। আগ্রহী ব্যক্তিরা কিনতে চাইলেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। তখন দামদর করে আপনার কয়েনটি বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন: লাগাতার জ্বালানির দাম বাড়ায় কংগ্রেসের ‘প্রতীকী প্রতিবাদ’

Next Article