AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাগাতার জ্বালানির দাম বাড়ায় কংগ্রেসের ‘প্রতীকী প্রতিবাদ’

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (KC Venugopal) জানিয়েছেন, গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে জ্বালানির দাম বাড়ায় নাজেহাল আমজনতা। প্রতিবাদে সামিল দলের সমর্থকরা

লাগাতার জ্বালানির দাম বাড়ায় কংগ্রেসের 'প্রতীকী প্রতিবাদ'
প্রতীকী প্রতিবাদ
| Updated on: Jun 11, 2021 | 3:08 PM
Share

নয়া দিল্লি: বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের (Petrol Diesel)। জ্বালানির দাম লাগাতার বাড়ায় পথে নামল কংগ্রেস (Congress)। গত ৫ মাসে ৪৪ বার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। মানুষের রোজগার আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন অনেকে।

এবার জ্বালানির দাম বাড়ার জন্য কংগ্রেসের প্রতিবাদ। প্রতিবাদে সামিল দলের সমর্থকরা। করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। নানা জায়গায় লকডাউন জারি হয়েছে। বাস ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এমন পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসুবিধা সাধারণ মানুষের।

পেট্রোল ডিজেলের দামের ওপর সরকারি কর বেড়েছে। এখন প্রতি লিটার প্রেট্রোলে ২৩ টাকা ৮৭ পয়সা সরকারি কর এবং ডিজেলের দামে ২৮ টাকা ৩৭ পয়সা সরকারি কর। এর জন্যই সারা দেশে প্রতিবাদে নেমেছে কংগ্রেস। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, লাদাখ, তেলাঙ্গানায় সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে পেট্রোপণ্যের দাম।

পাশাপাশি এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে জ্বালানির দাম বাড়ায় নাজেহাল আমজনতা। প্রতিবাদে পথে মেনেছে কংগ্রেসের কর্মী সমর্থকরা। এর জন্য বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন: পুরনো ৫০০ টাকার নোট বিক্রি করে আয় করুন ১০ হাজার টাকা