LIC Policy: LIC-তে রোজ ৩০ টাকা বিনিয়োগ করুন! লক্ষ লক্ষ টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jun 14, 2022 | 8:17 AM

LIC Aadharshila Plan: তাই ব্যাঙ্ক ও পোস্ট অফিসে (Post Office) সঞ্চয়ের পরে সাধারণ মধ্যবিত্তরা এলআইসিকেই বেছে নেন। এছাড়াও এলআইসিতে বিনিয়োগ করলে, আয়কর ছাড়েরও অনেক সুবিধা রয়েছে।

LIC Policy: LIC-তে রোজ ৩০ টাকা বিনিয়োগ করুন! লক্ষ লক্ষ টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: ভবিষ্যতের কথা মাথায় রেখেই অনেকেই জীবন বিমা করেন। জীবন বিমা (Life Insurance) করলে শুধু যে ভবিষ্যত সুরক্ষিত হবে এমনটা নয়, বরং দুর্ঘটনার মৃত্যু হলেও মিলবে অনেক আর্থিক সুযোগ সুবিধা। এই সব কথা মাথায় রেখেই অনেকেই এলআইসি পলিসি করে থাকেন। এলআইসিতে বিমা করার ক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। এলআইসি যেহেতু একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা তাই সেখানে বিমা করলে নিরাপত্তাও সুনিশ্চিত হয়। তাই ব্যাঙ্ক ও পোস্ট অফিসে (Post Office) সঞ্চয়ের পরে সাধারণ মধ্যবিত্তরা এলআইসিকেই বেছে নেন। এছাড়াও এলআইসিতে বিনিয়োগ করলে, আয়কর ছাড়েরও অনেক সুবিধা রয়েছে। এলআইসি মহিলাদের জন্য বেশ কিছু পলিসি রয়েছে, যা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশিয এমনই একট পলিসির নাম LIC Aadhar Shila Policy। এই পলিসিতে বিনিয়োগ করলে আপনি অনেকটাই লাভবান হতে পারেন। এক নজরে এই পলিসির বিশেষ বিশেষ বৈশিষ্টগুলি দেখে নেওয়া যাক…

  1. এলআইসি আধার শিলা পলিসি শুধুমাত্র মহিলা ও কন্যা সন্তানদের জন্যই নিয়ে আসা হয়েছে। এই পলিসি নিরাপত্তার পাশাপাশি আর্থিক দিকও সুনিশ্চিত করবে। দুর্ঘটনায় হঠাৎ করে গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিবার মোটা অঙ্কের টাকা পাবে। এছাড়া পলিসির ম্যাচুরিটির সময়েও অনেক লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও এই পলিসি নেওয়া থাকলে ঋণ নেওয়ার সুবিধাও মিলবে। ৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলারা এই পলিসি নিতে পারবেন।
  2. এই পলিসি নিয়ে কোনও গ্রাহক যদি প্রত্যেক দিন ৩০ টাকা হিসেবে বিনিয়োগ করেন, তবে বছরের শেষে মোট বিনিয়োগের পরিমাণ হবে ১০,৯৫০ টাকা। এবার কেউ যদি ৩০ বছর বয়সে এই পলিসি নেন এবং একটানা ২০ বছর এই পলিসিতে বিনিয়োগ করেন তবে মোট বিনিয়োগের পরিমাণ হবে ২ লক্ষ ১৯ হাজার টাকা। এবার যখন আপনার পলিসি ম্যাচিওর হয়ে যাবে তখন আপনি ৩ লক্ষ ৯৭ হাজার টাকা ফেরত পাবেন।
  3. এই পলিসি নিয়ে কমপক্ষে ৭৫ হাজার টাকা রিটার্ন নিশ্চিত। সেখানে সর্বোচ্চ বেসিক সাম অ্যামাউন্টের পরিমাণ ৩ লক্ষ টাকা। এর অর্থ কোনও গ্রাহক এলআইসি আধার শিলা পলিসিতে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এই পলিসির ম্যাচিওর পিরিয়ড ১০ থেকে ২০ বছর। এই পলিসিতে আপনি মাসিক, ত্রৈমাসিক, ষণ্মাসিক ও বার্ষিক হারে প্রিমিয়াম জমা দিতে পারবেন।
Next Article