Interest Rates: ১০০১ দিনের জন্য এই ব্যাঙ্কের FD-তে টাকা রাখুন, ৯.৫ শতাংশ পর্যন্ত পাবেন সুদ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 18, 2023 | 10:19 PM

Interest Rates: ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্কের FD-তে বাড়ানো হয়েছে সুদের হার। এই ব্যাঙ্কের ১০০১ দিনের FD-তে বর্তমানে ৯.৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা।

Interest Rates: ১০০১ দিনের জন্য এই ব্যাঙ্কের FD-তে টাকা রাখুন, ৯.৫ শতাংশ পর্যন্ত পাবেন সুদ
প্রতীকী ছবি

Follow Us

ব্য়াঙ্কে স্থায়ী আমানতে অনেকেই বিনিয়োগ করে থাকেন। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করেছে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত ঘোষণার পর প্রায় সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কই তাদের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। আর এই বর্ধিত সুদের সুবিধা পাচ্ছেন আমানতকারীরা। বর্তমানে ১০০১ দিনের স্থায়ী আমানতে ৯ শতাংশ পর্যন্ত সুদও পেতে পারেন গ্রাহকরা।

এই দুর্দান্ত অফারটি মিলছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এফডি -তে। ২ কোটি টাকার নীচে FD-তে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক। ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এই নয়া হার। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদের অনেক FD-তে ৯ শতাংশের বেশি সুদ মিলছে। ১০০১ দিনের FD-তে প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ। একই সঙ্গে ১৮১ থেকে ২০১ ও ৫০১ দিনের বিনিয়োগে ৯.২৫ শতাংশ সুদ পাচ্ছেন তাঁরা। এদিকে এই মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ নাগরিকরা পাবেন ৮.৭৫ শতাংশ পর্যন্ত সুদ।

ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্কের FD-তে সুদের হার

৭ থেকে ১৪ দিনের FD-তে সুদের হার: ৪.৫ শতাংশ
১৫ থেকে ৪৫ দিনের FD-তে সুদের হার: ৪.৭৫ শতাংশ
৪৬ থেকে ৬০ দিনের FD-তে সুদের হার: ৫.২৫ শতাংশ৷
৬১ থেকে ৯০ দিনের FD-তে সুদের হার: ৫.৫০ শতাংশ।
৯১ থেকে ১৮০ দিনের FD-তে সুদের হার: ৫.৭৫ শতাংশ
১৮১ থেকে ২০১ FD-তে সুদের হার: ৮.৭৫ শতাংশ
২০২ থেকে ৩৬৪ দিনের FD-তে সুদের হার : ৬.৭৫ শতাংশ
৩৬৫ থেকে ৫০০ দিনের FD-তে সুদের হার : ৭.৩৫ শতাংশ
৫০১ দিনের FD-তে সুদের হার : ৮.৭৫ শতাংশ
৫০২ দিন থেকে ১৮ মাস পর্যন্ত FD-তে সুদের হার: ৭.৩৫ শতাংশ
১৮ মাস থেকে ১০০০ দিনের FD-তে সুদের হার: ৭.৪০ শতাংশ

যাঁরা ১০০১ দিনের FD-তে বিনিয়োগ করছেন তাঁরা সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। আর এই একই মেয়াদের স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকরা পাবেন ৯.৫ শতাংশ। অন্যদিকে ১০০২ দিন থেকে ৫ বছর পর্যন্ত FD-তে সুদের হার হবে ৭.৬৫ শতাংশ। আর ৫ থেকে ১০ বছরের জন্য FD তে সুদের হার ৭ শতাংশ রয়েছে।

Next Article