AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: প্রেম দিবসে কাছের মানুষকে দিন সোনার উপহার, আজ দাম কম রয়েছে হলুদ ধাতুর

Gold Price Today: এ দিন দাম কমেছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার। তবে আজ দাম বাড়ল রুপোর।

Gold Price Today: প্রেম দিবসে কাছের মানুষকে দিন সোনার উপহার, আজ দাম কম রয়েছে হলুদ ধাতুর
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 12:04 PM
Share

কলকাতা: আজ ১৪ ফেব্রুয়ারি। প্রেমের দিবস। যুগলরা আজ প্রেমের রসে ডুব দেবেন। একে অপরকে উপহারও দেবেন নিশ্চয়ই। এদিন চাইলে সুযোগ বুঝে বিয়ের জন্য প্রপোজও করে নিতে পারেন। আর আংটি ছাড়া প্রপোজ? কখনোই নয়। প্রেমিকার জন্য কিনে নিতেই পারেন একটি সোনার আংটি। কারণ আজ বাজারে অপেক্ষাকৃত কম রয়েছে সোনার দাম (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। তবে সামান্য বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। মাত্র ১০ টাকাই বেড়েছে। তবে মঙ্গলে বাড়ল রুপোর দাম (Silver Price Today)। এ দিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৭০,৪০০ টাকা।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৪০

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৯২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৪০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৪,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭২৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৭৯২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,২৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭২,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭০,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমলেও সামান্যই দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। তবে প্রেম দিবসে রেকর্ড দামের থেকে অনেকটাই দাম কম রয়েছে সোনার। যেখানে এই বছরে সোনার দাম ৬২ হাজারের গণ্ডি পেরোনোর পূর্বাভাস দিয়েছে বিশেষজ্ঞরা সেখানে আজ অনেকটাই সস্তা রয়েছে হলুদ ধাতু। এদিকে সোনার দাম বাড়ার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও।

মঙ্গলবার বিশ্ব বাজারে দাম কমেছে সোনার। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৬৪.৮২ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১,৮৫৮.৩৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের বেড়ে হয়েছে ২,৪৯৭.২৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৬.১৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৩০.৪০ টাকা।