Gold Price: ভ্যালেন্টাইনের উপহার হোক সোনা, হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

Gold-Silver Price: একদিকে বিয়ের জন্য কেনাকাটা, অন্যদিকে ভ্যালেন্টাইনকে উপহার দিতে সোনার দোকানে প্রেমিকদের ভিড় লাগে। এই সমস্ত প্রেমীদের জন্য সুখবর। বিয়ের ভরা মরশুমেও নিম্নমুখী সোনার দর। স্বাভাবিকভাবেই আর দেরি না করে শীঘ্রই প্রিয়জনের জন্য কিনে ফেলুন পছন্দের গয়না।

Gold Price: ভ্যালেন্টাইনের উপহার হোক সোনা, হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম
ফাইল চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Feb 06, 2024 | 8:59 AM

কলকাতা: পৌষ শেষে এখন বিয়ের মরশুম শুরু হয়েছে। বইতে শুরু করেছে বসন্তের হিমেল হাওয়াও। স্বাভাবিকভাবেই এই সময় গয়নার চাহিদা থাকে তুঙ্গে। একদিকে বিয়ের জন্য কেনাকাটা, অন্যদিকে ভ্যালেন্টাইনকে উপহার দিতে সোনার দোকানে প্রেমিকদের ভিড় লাগে। এই সমস্ত প্রেমীদের জন্য সুখবর। বিয়ের ভরা মরশুমেও নিম্নমুখী সোনার দর। স্বাভাবিকভাবেই আর দেরি না করে শীঘ্রই প্রিয়জনের জন্য কিনে ফেলুন পছন্দের গয়না।

আজ, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কলকাতায় সোনা, রুপোর গয়নার কী দাম দেখে নেওয়া যাক একনজরে

২৪ ক্যারেট সোনা- আজ কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬৩ হাজার ২২০ টাকা। গতকাল এই দাম ছিল ৬৩ হাজার ৩৮০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় এদিন ২৪ ক্যারেট সোনার দর ১৬০ টাকা কমেছে।

২২ ক্যারেট সোনা- ২৪ ক্যারেটের মতোই ২২ ক্যারেটের সোনার দর নিম্নমুখী। এদিন ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৫০ টাকা। সোমবার দাম ছিল ৫৮ হাজার ১০০ টাকা। অর্থাৎ ১৫০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনা- এদিন ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দর ৪৭ হাজার ৪১০ টাকা। সোমবার দাম ছিল ৪৭ হাজার ৫৪০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় এদিন ১৩০ টাকা দাম কমেছে।

রুপোর দাম- সোনার মতো রুপোর গয়নার দামও নিম্নমুখী। এদিন রুপোর দাম ৩০ টাকা কমেছে। ফলে আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ৭ হাজার ৫২০ টাকা। গতকাল রুপোর দাম ছিল ৭ হাজার ৫৫০ টাকা।