কলকাতা: সপ্তাহের শুরুতেই ক্রেতাদের মুখের হাসি ম্লান হল না। সপ্তাহের প্রথম দিনেই দাম কমল সোনার (Gold Price Today)। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৬০ টাকা। সোনার সঙ্গে সঙ্গে এ দিন দাম কমেছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) কমেছে ৭০০ টাকা।
সোমবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,১৩৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,০৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫১,৩৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,১৩,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬০২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৪,৮১৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,০২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬০,২০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৬,৮০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সোমবার গত এক মাসে সর্বনিম্ন হল সোনার দাম। পরপর বেশ কয়েকদিন ধরে দাম কম রয়েছে সোনার। টানা এক সপ্তাহ ধরে দাম কমেছে সোনার। সোমবার সেই ট্রেন্ডই বজায় থাকল। রেকর্ড দামের থেকে অনেকটা সস্তা রয়েছে সোনার দর। সোনার পাশাপাশি দাম কম রয়েছে রুপোরও।
আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮০৯.২৪ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৩৮১.২০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৮.১৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৫.৯৫ টাকা।