কলকাতা : পুজোর মরশুমে আবারও বড় খবর গয়না ক্রেতাদের জন্য। বুধবার এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার। পুজোর কেনাকাটার মাঝেই নিঃসন্দেহে এটি একটি স্বস্তির খবর। বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩৩০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৬০ টাকা। এদিকে গত কয়েকদিন ধরে রুপোর দাম বাড়ার পর এদিন কিছুটা দাম কমল এই ধাতুর। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ৬০০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,১২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৪,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৬২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৪৯৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৬২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৬,২০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৪০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বেশ কয়েকদিন ধরে দাম অপরিবর্তিত থাকার বুধবার দাম কমেছে সোনার। বিশ্ব বাজারে এক ধাক্কায় অনেকটা দাম কমেছে সোনার। সেই কারণে দেশীয় বাজারে দাম পড়েছে সোনার। গত এক সপ্তাহে এদিন সর্বনিম্ন রয়েছে সোনার দাম। কমেছে রুপোর দামও।
মঙ্গলবার এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭২২.২৬ মার্কিন ডলার। বুধবার তা কমে হয়েছে ১,৬৯৮.৬৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৯৭.৮৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দামও কমে হয়েছে ৮২.২৫ টাকা। তবে এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭২.০৫ টাকা।