Gold Price Today: লক্ষ্মীবারে দাম কমল সোনার, রেকর্ড দামের থেকে প্রায় ২ হাজার টাকা কমে বিকোচ্ছে সোনালি ধাতু
Gold Price Today: বৃহস্পতিতে দাম কমল সোনা রুপোর। আজ রেকর্ড দামের থেকে প্রায় ২ হাজার কমে বিকোচ্ছে হলুদ ধাতু।
কলকাতা: এতদিনে ক্রেতাদের মুখে ফুটল হাসি। বৃহস্পতিতে সদয় হলেন লক্ষ্মী দেবী। আজ অনেকটা হারে দাম কমল সোনার (Gold Price Today)। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৪০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ২১০ টাকা। সোনার পাশাপাশি দাম কমল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম কমল ৯৫০ টাকা।
বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২০০
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৯৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৫৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৯৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৯,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৯,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বছরের প্রথম থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। আজ তা অনেকটাই কম রয়েছে। এই নিয়ে পরপর দু’দিন দাম কমল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। রেকর্ড দামের থেকে প্রায় ২ হাজার টাকা কম রয়েছে সোনার। এ দিন সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৯ হাজার টাকা।
বৃহস্পতিবার বিশ্ব বাজারে দাম কমেছে সোনার। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৪৬.৩৩ মার্কিন ডলার। আজ তা আরও কমে হয়েছে ১,৮৬৩.০৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের বেড়ে হয়েছে ২,৫৩৮.৪০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১০.০৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৭.৫০ টাকা।