Gold Price: মাঘের শুরুতেই ঊর্ধ্বগামী সোনার দর, আজ কত দাম জানুন

Sukla Bhattacharjee |

Jan 16, 2024 | 8:01 AM

Gold Silver Price: পৌষ শেষ হতেই সোনার দাম বাড়তে শুরু করেছে। সামনেই বিয়ের মরশুম। স্বাভাবিকভাবে সোনার গয়নার দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই দাম অতিরিক্ত বাড়ার আগেই সোনা কিনে ঘরে লক্ষ্মী আনতে পারেন। আজ, মঙ্গলবার কলকাতায় সোনা ও রুপোর গয়নার দাম কিছুটা বাড়ল।

Gold Price: মাঘের শুরুতেই ঊর্ধ্বগামী সোনার দর, আজ কত দাম জানুন
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মকর সংক্রান্তি পেরিয়ে আজ ১ মাঘ। যদিও সাগরে পুণ্যস্নান আজও চলছে। অনেক বাড়িতে এদিন লক্ষ্মীপুজো ও নানা ধর্মীয় আচার হয়। বিশ্বাস, এদিন গঙ্গাস্নান করে শুদ্ধ আচারে লক্ষ্মীপুজো করলে ঘরে লক্ষ্মীলাভ হয়। আর সোনা কেনা লক্ষ্মী ঘরে আনার অঙ্গ হিসাবেই মনে করেন অনেকে। এদিকে, পৌষ শেষ হতেই সোনার দাম বাড়তে শুরু করেছে। সামনেই বিয়ের মরশুম। স্বাভাবিকভাবে সোনার গয়নার দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই দাম অতিরিক্ত বাড়ার আগেই সোনা কিনে ঘরে লক্ষ্মী আনতে পারেন। আজ, মঙ্গলবার সোনার কত দাম বাড়ল, দেখে নেওয়া যাক একনজরে

আজ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে সাড়ে ৬৩ হাজারের দোরগোড়ায়। এদিন কলকাতায় দাম দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৪০ টাকা। যা সোমবারের তুলনায় ১৭০ টাকা বেশি। একইভাবে গতকালের তুলনায় এদিন ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। ফলে এদিন কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে দাঁড়াল ৫৮ হাজার ১৫০ টাকায়। আবার ১৮ ক্যারেটের সোনার দাম বেড়েছে ১৩০ টাকা। ফলে এদিন শহরে ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার ৫৮০ টাকা।

মাঘের প্রথম দিন সোনার মতো ঊর্ধ্বগামী রুপো। সোমবারের তুলনায় এদিন ১ কেজি রুপোর দাম ৩০০ টাকা বেড়েছে। ফলে এদিন কলকাতায় ১ কেজি রুপোর গয়নার দাম দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮০০ টাকা।

Next Article