কলকাতা: শ্রাবণ মাস চলছে। আপাতভাবে এটি বিয়ের মাস হলেও এবছর নাকি এটি ‘মল মাস’ হিসাবে পরিচিত। অর্থাৎ বিয়ের শুভ তিথি এই মাসে নেই। তবে সোনা কিনতে কি বিয়ের প্রয়োজন হয়! তাই ফের ঊর্ধ্বমুখী হয়েছে হলুদ ধাতুর (Gold) দাম। ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট- উভয় ক্ষেত্রেই সোনার দাম বেড়েছে। আজ, মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার গয়নার দাম ৫৫ হাজার ৪০০ টাকা। যা গতকালের তুলনায় ১৫০ টাকা বেশি। আর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার গয়নার দাম (Gold Price) দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৪০ টাকা, গতকালের তুলনায় ১৬০ টাকা বেশি। অর্থাৎ গতকালের তুলনায় দাম বাড়লেও ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট গয়নার মধ্যে দামের খুব বেশি ফারাক হয়নি।
অন্যদিকে, সোনার মতো ঊর্ধ্বমুখী রুপোর দামও। আজ, কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ৭৮০ টাকা। গতকাল ১০ গ্রাম রুপোর দাম ছিল ৭৭০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজ ১০ টাকা দাম বেড়েছে। এর আগে গত তিনদিন ধরে রুপোর দাম অপরিবর্তিত ছিল।
যদিও দীর্ঘদিন ধরেই কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ৭৭০ টাকা থেকে ৭৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার গয়নার দাম ৫৫ হাজারের কোটায় এবং ২৪ ক্যারেট সোনার গয়নার দাম ৬০ হাজারের কোটায় রয়েছে। তবে এক সপ্তাহ পিছনে ফিরলে দেখা যায়, গত বুধবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার গয়নার দাম ছিল ৫৫ হাজার থেকে ৫৫ হাজার ১৫০ টাকার মধ্যে ছিল। আর ২৪ ক্যারেট সোনার গয়নার দাম ছিল ৬০ হাজার থেকে ৬০ হাজার ১৬০ টাকা। ক্রমশ দাম বেড়ে বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম সাড়ে ৫৫ হাজার টাকা ও ২৪ ক্যারেট সোনার গয়নার দাম সাড়ে ৬০ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে।