কলকাতা: বিয়ের মরসুমে আগুন সোনার বাজারে। প্রতিদিন চড়চড়িয়ে বাড়ছে সোনার দর (Gold Price Today)। আর স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে ক্রেতাদের। গতকাল লক্ষ্মীবারে অনেকটা হারে দাম বেড়েছিল সোনার। সেই ট্রেন্ড বজায় রেখেই আজও দাম বাড়ল সোনার। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২২০ টাকা। আজ সোনার পাশাপাশি অনেকটা হারে দাম বেড়েছে রুপোর (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বাড়ল ১,১৫০ টাকা।
শুক্রবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৭২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৫,৭৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৭,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৭২,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,২৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,৯২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬২,৪০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,২৪,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭৮,২৫০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত তিনদিন ধরেই ঊর্ধ্বমুখী সোনার দর। তালে তাল মিলিয়ে বাড়ছে রুপোর দরও। প্রতিদিন রেকর্ড ভাঙছে সোনার দর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৭ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ৬২ হাজারের গণ্ডি পেরিয়ে ৬৩-র দিকে হাত বাড়াচ্ছে। রুপোর দামেও কোনও লাগাম লাগছে না।
আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ২,০৪৬.৪৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
শুক্রবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৭২৭.৪০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৪.৫৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৫০ টাকা।
*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*