Gold Price Today: পারদ চড়তেই ঊর্ধ্বমুখী সোনার দর, রুপোর দামেও অনেকটা হেরফের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 13, 2023 | 10:58 AM

Gold Price Today: দাম চড়ছে সোনার। পাল্লা দিয়ে দাম বাড়ছে রুপোরও।

Gold Price Today: পারদ চড়তেই ঊর্ধ্বমুখী সোনার দর, রুপোর দামেও অনেকটা হেরফের
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর। পারদ চড়ার সঙ্গে সঙ্গে চড়ছে সোনার দামও (Gold Price Today)। সপ্তাহের প্রথম দিনেই অনেকটা হারে দাম বাড়ল সোনার। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২৯০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৩০ টাকা। এদিন সোনার পাশাপাশি দাম বাড়ল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা।

সোমবার সকাল ১0 টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৪৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৯৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৪৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৪,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭২২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৭৭৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,২২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭২,২০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬৬,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

৭ মার্চ থেকে ৯ মার্চ তিনদিনে মোট ৯৫০ টাকা দাম কমেছিল ১০ গ্রাম সোনার। তারপর থেকেই চড়চড়িয়ে বাড়তে থাকে সোনার দাম। রবিবার সোনার দামে কোনও হেরফের হয়নি। তার আগের দিন ৭৫০ টাকা দামি হয়েছিল সোনা। এই নিয়ে গত চারদিনে প্রায় দেড় হাজার টাকা দাম বেড়েছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার। আজ গত এক মাসে সর্বোচ্চ হয়েছে সোনার দর। এদিকে সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দরও।

বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী স্পট গোল্ডের দাম। বিশ্ব বাজারে আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮৮২.৮৭ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৩৭০.৬০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১১.২৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৩২.৮৬ টাকা।

Next Article