Gold Price Today: পুড়ছে সোনা, চড়ছে দাম, আজ শহরে সোনা-রুপোর দর কত?

Gold Price Today: দাম বাড়ল সোনার। সোনার পাশাপাশি দাম বাড়ল রুপোরও।

Gold Price Today: পুড়ছে সোনা, চড়ছে দাম, আজ শহরে সোনা-রুপোর দর কত?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 11:22 AM

কলকাতা: একদিনেই মোহভঙ্গ ক্রেতাদের। মঙ্গলবার বাজার খুলতেই ফের দাম চড়ল সোনার (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ২২০ টাকা। সোনার সঙ্গে দাম বাড়ল রুপোরও। সোমবার ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বেড়েছে ১০০ টাকা।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০০,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,১০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত কয়েকদিনে সব রেকর্ড ভেঙে দিয়েছিল সোনার দর। হু হু করে দাম বেড়েছিল সোনার। গতকাল এমসিএক্স সূচকে ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে যায় সোনার দাম। আজও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার টাকা। সোনার পাশাপাশি রুপোর দামেও লাগছে আগুন।

বিশ্ব বাজারেও সামান্য দাম বাড়ল স্পট গোল্ডের দাম। তার ফলে দেশীয় বাজারেও বাড়ল সোনার দর। গতকাল বিশ্ব বাজারে আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯৭৩.৬৩ মার্কিন ডলার। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম বেড়ে হয়েছে ১,৯৮২.০৩ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৫০৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৭.৬৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৬.৭২ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক এবং এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*