Gold Price Today: চৈত্রের সেলে আগুন সোনা, আজ কততে ঠেকল হলুদ ধাতুর দর?

Gold Price Today: দাম বাড়ল সোনার। পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোও।

Gold Price Today: চৈত্রের সেলে আগুন সোনা, আজ কততে ঠেকল হলুদ ধাতুর দর?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 11:07 AM

কলকাতা: সামনেই বাংলা নববর্ষ। চৈত্রের সেল শুরু হয়ে গিয়েছে। নতপুন জামা-কাপড় কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। তবে এই সেলের আবহেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price Today)। মলিন ক্রেতা-বিক্রেতাদের মুখের হাসি। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৬৬০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বাড়ল ৬০০ টাকা।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৩০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,২৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৩০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৩,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৩৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,২৬৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৩৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৩,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৪,৬০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল খানিকটা দাম কমেছিল সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল ৩০০ টাতায আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছিল ৩৩০ টাকা। তবে সেটা বেশিদিন স্থায়ী হল না। আর আজ বাজার খুলতেই দাম বাড়ল সোনার। দাম বেড়েছে রুপোরও।

মঙ্গলবার বিশ্ব বাজারে সামান্য দাম কমল সোনার। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৭৯.৮৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৫৩৭.৪৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৫.৭৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৭.৫১ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*