Gold Price Today : পুজোর আগে হতাশ করল সোনার দাম! কলকাতায় আজ দর কত?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 08, 2022 | 11:46 AM

Gold Price Today : বৃহস্পতিবারে দাম বাড়ল সোনা-রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা।

Gold Price Today : পুজোর আগে হতাশ করল সোনার দাম! কলকাতায় আজ দর কত?
প্রতীকী ছবি (সৌজন্য় : PTI)

Follow Us

কলকাতা : পুজোর মরশুমে সোনায় ছ্যাঁকা। হু হু করে দাম বাড়ছে হলুদ ধাতুর। তবে গতকাল এক ধাক্কায় অনেকটা দাম কমেছিল সোনার। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল ৫০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছিল ৫৪০ টাকা। তবে বৃহস্পতিবারে ফের দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৭০ টাকা। এদিকে দাম বেড়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার বেলা ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৬৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৩২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৬,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৮৯ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৭১২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৮৯০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৮,৯০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৪,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল এক ধাক্কায় অনেকটা দাম পড়ার পর ফের দাম বাড়ল সোনার। শুধুই সোনা নয়। এদিন সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমেছে ১ হাজার ৪০০ টাকা।

এদিন বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম রয়েছে ১,৭১৫.০১ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৩৯.৫৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮২.৩৫ টাকা। এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ৭১.৫০ টাকা।

Next Article