Gold Price: সোনা কেনার থাকলে শীঘ্রই কিনে ফেলুন, বাজেটের আগে সোনা-রুপোর দাম কত দাঁড়াল জানুন
Gold silver price increase: বাজেটের প্রাক্কালে মঙ্গলবার ফের দাম কিছুটা বাড়ল। বেড়েছে রুপোর দামও। এই বিয়ের মরশুমে আগামী কয়েকদিনে সোনা, রুপোর দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বিয়ের জন্য সোনা কেনাকাটার থাকলে আর দেরি না করে শীঘ্রই কিনে ফেলুন।
কলকাতা: এখন বিয়ের মরশুম চলছে। স্বাভাবিকভাবেই সোনা, রুপোর দাম ঊর্ধ্বগামী হবে। দিন তিনেক সোনার দাম স্থিতিশীল থাকার পর বাজেটের প্রাক্কালে মঙ্গলবার ফের দাম (Gold price) কিছুটা বাড়ল। বেড়েছে রুপোর দামও (Silver price)। এই বিয়ের মরশুমে আগামী কয়েকদিনে সোনা, রুপোর দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বিয়ের জন্য সোনা কেনাকাটার থাকলে আর দেরি না করে শীঘ্রই কিনে ফেলুন। এদিন কলকাতায় সোনার দাম কত দাঁড়াল, দেখে নেওয়া যাক একনজরে
এদিন কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম এক লাফে ১০০ টাকা বেড়েছে। ফলে এদিন ৬২ হাজার টাকার গণ্ডি পেরোল হলুদ ধাতু। নতুন দাম দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০ টাকা। সোমবার পর্যন্ত এই দাম কম-বেশি হলেও ৬২ হাজার টাকার গণ্ডির মধ্যে ছিল।
একইভাবে, ২২ ক্যারেটের সোনার দামও ১০০ টাকা বেড়েছে। ফলে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার নতুন দাম হল ৫৭ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৮০ টাকা। ফলে এদিন ১৮ গ্রাম ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম হল, ৪৭ হাজার ২৯০ টাকা।
অন্যদিকে, সোনার থেকেও ঊর্ধ্বমুখী রুপোর দাম। এদিন একলাফে রুপোর দাম ২০০ টাকা বেড়েছে। ফলে ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭৬ হাজার ২০০ টাকা।