Gold Price: টানা চারদিন অপরিবর্তিত সোনার দাম, নিম্নগামী রুপো

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 25, 2023 | 10:46 AM

সোমবারের মতো আজ, মঙ্গলবারও অপরিবর্তিত রইল সোনার দাম। অর্থাৎ

Gold Price: টানা চারদিন অপরিবর্তিত সোনার দাম, নিম্নগামী রুপো
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: নিম্নগামী হলুদ ধাতুর দাম (Gold price)। আজ, মঙ্গলবারও অপরিবর্তিত রইল সোনার দাম। অর্থাৎ সোমবারের মতো এদিনও কলকাতায় ২২ ক্যারেটের সোনার ১০ গ্রাম গয়নার দাম রইল ৫৫ হাজার ১৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম গয়নার দাম ৬০ হাজার ১৬০ টাকা। এই নিয়ে পরপর চারদিন সোনার দাম একই রইল। স্বাভাবিকভাবেই ভিড় বাড়তে শুরু করেছে সোনার দোকানে।

গত সপ্তাহেই কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম গয়নার দাম ছিল ৬০ হাজারের দোরগোড়ায়। গত মঙ্গলবার দাম ছিল ৫৯ হাজার ৯৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম গয়নার দাম ছিল ৫৪ হাজার ৯৮০ টাকা। তারপর গত ১৮ জুলাই থেকে ক্রমশ নিম্নগামী হয় সোনা। মাঝে দু-দিন ফের কিছুটা দাম উঠলেও ২১ জুলাই, শুক্রবার থেকে সোনার দামে পতন শুরু হয়। তারপর ২৪ ঘণ্টার মধ্যেই এক ধাক্কায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৪০০ টাকা থেকে কমে দাঁড়ায় ৫৫ হাজার ১৫০ টাকায়। অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৬০ হাজার ১৬০ টাকা।

অন্যদিকে, রুপোর দামও নিম্নগামী। রবিবারের পর সোমবার কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ৭৮০ টাকা থেকে নেমে দাঁড়িয়েছে ৭৭৫ টাকায়। এদিনও সেই দাম বজায় রয়েছে। যদিও এক সপ্তাহের নিরিখে রুপোর দামের খুব বেশি হেরফের হয়নি। গত মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ছিল ৭৭৭ টাকা।

Next Article