কলকাতা: আজ কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠেছে সকলে। এই আবহে আরেকটা সুখবর। সোমবার অপরিবর্তিত রয়েছে সোনা-রুপোর দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৭,০১০ টাকা। রুপোর দামেও কোনও পরিবর্তন দেখা যায়নি। এদিন ১ কেজি রুপোর দাম রয়েছে ৫৭,৭০০ টাকা।
সোমবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭০১ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৬০৮ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,০১০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭০,১০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১২৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,০৩২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,২৯০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১২,৯০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,৭০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
ধনতেরাসের আগে এক লাফে অনেকটা বেড়েছিল সোনার দাম। তবে কালীপুজোয় সোনা-রুপোর দামে কোনও হেরফের হয়নি। গত দু’সপ্তাহে সর্বোচ্চ রয়েছে সোনার দাম। আর এদিন গত দু’দিনে সর্বনিম্ন রয়েছে রুপোর দাম। শনিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৫৭.৬৬ মার্কিন ডলার। এদিন তা সামান্য কমে হয়েছে ১,৬৫৬.৪৮ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৬৬.১০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৯.৯৫ টাকা। আর এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৭.৭০ টাকা।