Gold price: নতুন বছরে মধ্যবিত্তের স্বস্তি! সোনা কেনার প্ল্যান থাকলে এখনই কিনে ফেলুন

Sukla Bhattacharjee |

Jan 02, 2024 | 8:16 AM

Gold-Silver price: নববর্ষের শুরুতেও খানিক স্বস্তি। নতুন বছরে এখনও পর্যন্ত সোনার দাম বাড়েনি। গত ৩ দিনের মতো ২ জানুয়ারি, মঙ্গলবারও একই রয়েছে সোনার দাম। অর্থাৎ ২৪ ক্যারেটের সোনার দাম ৬০ হাজারের মধ্যেই রয়েছে। আর ২২ ক্যারেটের সোনা এখনও পর্যন্ত ৬৩ হাজারের গণ্ডী পেরোয়নি।

Gold price: নতুন বছরে মধ্যবিত্তের স্বস্তি! সোনা কেনার প্ল্যান থাকলে এখনই কিনে ফেলুন
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: বর্ষশেষে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বেশ কয়েকবার কমেছিল সোনার দাম। এবার নববর্ষের শুরুতেও খানিক স্বস্তি। নতুন বছরে এখনও পর্যন্ত সোনার দাম বাড়েনি। গত ৩ দিনের মতো ২ জানুয়ারি, মঙ্গলবারও একই রয়েছে সোনার দাম। অর্থাৎ ২৪ ক্যারেটের সোনার দাম ৬০ হাজারের মধ্যেই রয়েছে। আর ২২ ক্যারেটের সোনা এখনও পর্যন্ত ৬৩ হাজারের গণ্ডী পেরোয়নি। রুপোর দামও এদিন অপরিবর্তিত রয়েছে। ফলে সোনা বা রুপোর গয়না কেনার থাকলে আর দেরি নয়, ফের দাম বাড়ার আগেই কিনে ফেলুন। এদিনের সোনা ও রুপোর দর একনজরে…

আজ, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬৩ হাজার ৮৭০ টাকা। গত তিনদিন ধরে এই একই দাম রয়েছে। অন্যদিকে, ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৮,৫৫০ টাকা। এটাও গত তিনদিন ধরে একই রয়েছে। আর ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৯০০ টাকাতেই। স্বাভাবিকভাবেই সোনার দামের এই স্থিতিশীলতা গ্রাহকদের কাছে খানিক স্বস্তিদায়ক।

অন্যদিকে, সোনার মতো রুপোর গয়নার দাম গত কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে। এদিন কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ৭ হাজার ৮৬০ টাকা। দাম বাড়েনি প্ল্যাটিনামেরও। গত দু-দিনের মতো এদিনও শহরে ১০ গ্রাম প্ল্যাটিনামের দাম ২৬, ৬০০ টাকা।

Next Article