Gold Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ, আজ কলকাতায় হলুদ ধাতুর দাম জানুন

Sukla Bhattacharjee |

Jan 23, 2024 | 8:15 AM

Gold-Silver Price: বিয়ের মরশুমে সাধারণত ঊর্ধ্বগামী থাকে সোনার দাম। অযোধ্যার রামলালার জন্য ভক্তদের অনেকেই সোনা, রুপো, এমনকি হিরের গয়না উপহার হিসাবে নিয়ে যাচ্ছেন। যার প্রভাব সোনার বাজারেও পড়েছে বলে মনে করা হচ্ছিল। তবে চলতি সপ্তাহের গোড়া থেকেই মধ্যবিত্তকে খানিক স্বস্তি দিয়ে অপরিবর্তিত রয়েছে সোনার দাম। বলা যায়, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন থেকেই আপাত স্থিতিশীল সোনার দাম।

Gold Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ, আজ কলকাতায় হলুদ ধাতুর দাম জানুন
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: এবারের বাজেটে সোনা ও হিরের দাম কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বিয়ের মরশুমে সাধারণত ঊর্ধ্বগামী থাকে সোনার দাম। অযোধ্যার রামলালার জন্য ভক্তদের অনেকেই সোনা, রুপো, এমনকি হিরের গয়না উপহার হিসাবে নিয়ে যাচ্ছেন। যার প্রভাব সোনার বাজারেও পড়েছে বলে মনে করা হচ্ছিল। তবে চলতি সপ্তাহের গোড়া থেকেই মধ্যবিত্তকে খানিক স্বস্তি দিয়ে অপরিবর্তিত রয়েছে সোনার দাম। বলা যায়, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন থেকেই আপাত স্থিতিশীল সোনার দাম। অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে আর দেরি না করে আজই কিনে ফেলুন। আজ, মঙ্গলবার কলকাতায় সোনা-রুপোর দর দেখে নেওয়া যাক একনজরে।

আজ, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ৬৩ হাজার ৫০ টাকা। সোমবারও এই দাম ছিল। একইভাবে দাম অপরিবর্তিত রয়েছে ২২ ক্যারটের সোনার দামও। এদিন শহরে ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার ৮০০ টাকা। আর এদিন ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দর ৪৭ হাজার ২৯০ টাকা। অর্থাৎ সোমবারের দামই ধার্য রয়েছে।

অন্যদিকে, এদিন শহরে ১০০ গ্রাম রুপোর দর দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫০ টাকা। সোমবার, রামলালার প্রতিষ্ঠার দিনও এই একই দাম ধার্য ছিল। গত দু-দিন ধরেই রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে শুক্রবার দাম ২০০ টাকা বাড়লেও শনিবার একধাক্কায় দাম ২০০ টাকা কমেছে।

Next Article