Gold Silver Price Surges: আকাশ ছুঁয়ে ফেলছে সোনা-রুপো, বিনিয়োগ কি আরও বাড়াবেন আপনি?

Gold and Silver Price: ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ০০০ টাকার ঘরে। বিশেষজ্ঞরা বলছেন, দাম ১ লক্ষ ৪০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। ঘরোয়া বাজারে রুপোর দাম এখন প্রতি কেজিতে ২ লক্ষ ৩২ হাজার টাকার আশেপাশে।

Gold Silver Price Surges: আকাশ ছুঁয়ে ফেলছে সোনা-রুপো, বিনিয়োগ কি আরও বাড়াবেন আপনি?
আর কত বাড়বে সোনা? বিনিয়োগ করবেন?

Dec 29, 2025 | 1:27 PM

আবারও চড়চড়িয়ে বাড়ছে সোনা ও রুপোর দাম। এই দুই ধাতুই রোজ রোজ তৈরি করছে ঐতিহাসিক রেকর্ড। কিন্তু এখন কেন এমন মূল্যবৃদ্ধি? বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অস্থিরতার সঙ্গে এবার যোগ হয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার আশঙ্কা। আর সেই কারণেই এই দুই মূল্যবান ধাতুর এমন দাম বৃদ্ধি।

রেকর্ড উচ্চতায় সোনা

বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫৪০ ডলার প্রায় ছুঁয়ে ফেলেছে। দেশের বাজারেও ছবিটা প্রায় এক। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ০০০ টাকার ঘরে। বিশেষজ্ঞরা বলছেন, দাম ১ লক্ষ ৪০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ বাজার এখন ঊর্ধ্বমুখী।

রুপোর বাজিমাত

সোনার চেয়েও বেশি চমক দিয়েছে রুপো। এক বছরে এই ধাতুর রিটার্ন প্রায় ১৪০ শতাংশ! বিশ্ব বাজারে রুপো প্রতি আউন্স ৭৫ ডলারের রেকর্ড গড়েছে। ঘরোয়া বাজারে রুপোর দাম এখন প্রতি কেজিতে ২ লক্ষ ৩২ হাজার টাকার আশেপাশে। শিল্পক্ষেত্রে রুপোর ক্রমবর্ধমান চাহিদা এবং জোগানের ঘাটতিই এই দাম বাড়ার মূল কারণ।

আপনি এখন কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে বড় অঙ্কের টাকা একসঙ্গে বিনিয়োগ করা ঝুঁকির হতে পারে। সোনার দাম অনেকটা বেড়েছে, তাই এখন ছোট ছোট কিস্তিতে কেনাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবেন, তবেই এই বাজারে প্রবেশ করুন।

কী হবে আগামীতে?

সামনে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি ঘোষণা। সুদের হার কমলে সোনা-রুপোর দাম আরও বাড়বে। তবে ছোট মেয়াদে প্রফিট বুকিংয়ের জেরে বাজারে কিছুটা অস্থিরতাও দেখা দিতে পারে। আর তা নিয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।