কলকাতা: বেশ কয়েকদিন ধরে দাম বাড়ার পর অবশেষে নিম্নমুখী সোনার দর(Gold Price Today)। গতকাল অনেকটা হারে দাম কমেছিল সোনার। গতকালের পর আজও সামান্য হারে দাম করল সোনার। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০ টাকা। আর একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। আজ অপরিবর্তিত রয়েছে রুপোর দর (Silver Price Today)। গতকাল ১ কেজি রুপোর দাম কমেছিল ৫৫০ টাকা। অনেকদিন পর সোনা-রুপোর দাম কম থাকায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের।
রবিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম:
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬৪৯ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৫,১৯২ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,৪৯০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬৪,৯০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১৬৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,৩০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,৬৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১৬,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭৭,৭০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম:
তিনদিন ধরেই ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল অনেকটা হারে দাম কমেছিল সোনার। বিয়ের মরসুমে গত দু’দিনে কিছুটা সস্তা হয়েছে সোনা-রুপো। তাই স্বস্তিতে ক্রেতারা।
আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ২,০১৬.৫৭ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম:
রবিবার প্রতিবেদনটি লেখার সময় টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৭৩৪.৯৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে রয়েছে ১০৪.৭৫ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে রয়েছে ২৫.৫৩ টাকা।
*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*