নয়া দিল্লি: সোনা (Gold jewellery) কেবল মহিলাদের সুন্দর করে সাজার গয়না নয়, এটা বিনিয়োগের অন্যতম বড় মাধ্যম। ফলে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্তের অনেকেই সোনার দাম কমলে গয়না কিনে বাড়িতে গচ্ছিত রাখেন। কিন্তু, সোনা কেনার সময় চোক-কান খোলা রাখা জরুরি। অনেক সময় অনেক টাকা দিয়ে সোনার গয়না কিনলেও পরে বিনিয়োগ করার সময় দেখা যায়, খাদের পরিমাণ অনেকটাই বেশি। ফলে লোকসানের মুখে পড়তে হয়। যদিও সোনার বিশুদ্ধতা যাচাই করতে গয়নায় হলমার্কিং বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু, তারপরেও সোনা কিনে প্রতারিত হওয়ার ঘটনা ঘটছে। তাই সাধারণ মানুষ যাতে নিজেই সোনা যাচাই করতে পারেন, তার জন্য এবার বিশেষ মোবাইল অ্যাপ এসেছে। অ্যাপটির নাম ‘ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড- BIS কেয়ার অ্যাপ।’
BIS কেয়ার অ্যাপের সুবিধা
BIS কেয়ার অ্যাপটি আদতে একটি মোবাইল অ্যাপ। ফলে সোনার গয়না কেনার সঙ্গে-সঙ্গে মোবাইলে এই অ্যাপের মাধ্যমে সহজেই সোনার বিশুদ্ধতা যাচাই করে নেওয়া যাবে। সোনা ব্যবসায়ী ঠকাতে পারবে না। এই অ্যাপের মাধ্যমে মূলত হলমার্কিং বা ISI চিহ্নের বিশুদ্ধতা যাচাই করতে পারবেন। অর্থাৎ সোনার বিশুদ্ধতার মান সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।
এমনকি হলমার্কিং বা ISI চিহ্নের বিশুদ্ধতা নিয়ে কোনও সংশয় থাকলে এই অ্যাপের মাধ্যমে BIS-এ অভিযোগও জানানো যাবে।
BIS কেয়ার অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন?
গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে BIS কেয়ার অ্যাপ পাওয়া যায় এবং বিনামূল্যে ডাউনলোড করা যায়।