Gold Investment: সোনার গয়নায় কিনবেন না, বিনিয়োগ করুন ডিজিটালি বা সোনার বারে!

Gold Price Hike: অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন যে, আগামীতে আরও বৃদ্ধি পাবে সেই কথা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে কেউ যদি সোনায় বিনিয়োগ করেনও, তাহলেও সোনার গয়নায় বিনিয়োগ করতে একেবারে বারণ করছেন বিশেষজ্ঞরা।

Gold Investment: সোনার গয়নায় কিনবেন না, বিনিয়োগ করুন ডিজিটালি বা সোনার বারে!
গয়না কিনছেন? একেবারে লস!Image Credit source: Getty Images

Dec 18, 2025 | 6:42 PM

সোনার দাম ক্রমাগতই বাড়ছে। ইতিমধ্যেই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পেরিয়ে গিয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা। আর এই মুহূর্তে সোনার একটা বুদবুদ তৈরি হয়েছে বলে মনে করলেও অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন যে, আগামীতে আরও বৃদ্ধি পাবে সেই কথা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে কেউ যদি সোনায় বিনিয়োগ করেনও, তাহলেও সোনার গয়নায় বিনিয়োগ করতে একেবারে বারণ করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন সোনার গয়নায় বিনিয়োগ হল সবচেয়ে খারাপ বিনিয়োগের মধ্যে অন্যতম।

তাহলে কোথায় বিনিয়োগ?

সোনায় বিনিয়োগ করতে চাইলে দুই ভাবে বিনিয়োগ করতে পারেন আপনি। প্রথমটা হল সোনার কয়েন বা সোনার বারে। অর্থাৎ, ফিজিক্যাল সোনায় বিনিয়োগ। আর অপরটি হল সোনায় ডিজিটালি বিনিয়োগ।

ডিজিটালি কীভাবে?

ফিজিক্যালি কীভাবে সোনায় বিনিয়োগ করবেন তা তো বুঝলেন। তবে সোনায় ডিজিটালি বিনিয়োগ আপনি করতে পারেন মাত্র ১০০ টাকা থেকে। না ডিজিটাল গোল্ডে বিনিয়োগের কথা বলছি না। এই ডিজিটাল গোল্ড সেবি বা অন্য কোনও সরকারি সংস্থার অধীনে আসে না। ফলে, এখানে বিনিয়োগে ঝুঁকি থেকেই যায়।

ডিজিটালি সোনায় বিনিয়োগ করা যায় গোল্ড বন্ডে। যেটা সবচেয়ে লাভজনক বিনিয়োগ। তবে এখন আর বন্ড বের করে না সরকার। ফলে, সেকেন্ডারি মার্কেট থেকে এই বন্ডে বিনিয়োগ করা যেতেই পারে। এ ছাড়াও রয়েছে গোল্ড ইটিএফ। যা মাত্র ১০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারে যে কেউ। আর এতে বাজারের সোনার দাম অনুযায়ী সোনার দাম ওঠানামা করে। এই ইটিএফ আসে সেবির অধীনে। ফলে, এখানে বিনিয়োগ কোনও ঝুঁকি নেই।

এবার আপনি শুরু করেই দিন আপনার বিনিয়োগ। ডিজিটাল হোক বা ফিজিক্যাল। তবে হ্যা বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।