
গোটা পৃথিবীর অর্থনীতি টালমাটাল। আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাইরে থেকে সোনা আমদানি করে ভারত। কিন্তু এবার আমাদের দেশের জন্য এক দারুণ খবর। ভারতের এক রাজ্যের একাধিক জেলায় সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। এই খবর নিশ্চিত করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই সব খনির নিলাম করবে সরকার।
ওড়িশার দেওগড়, সুন্দরগড়, নবরঙ্গপুর, কেওনঝড়, আঙ্গুল ও কোরাপুটে সোনা মজুত রয়েছে বলে নিশ্চিত করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এ ছাড়াও ময়ূরভঞ্জ, মলকনগিরি ও সম্বলপুরেও সোনার খোঁজ চলছে। কিন্তু কত সোনা মজুত রয়েছে ওড়িশার মাটির নীচে? এই সোনার পরিমাণ সম্পর্কে কোনও পরিসংখ্যান এখনও প্রকাশ করা না হলেও বিশেষজ্ঞরা বলছেন এই সব জায়গায় মজুত থানা সোনার পরিমাণ ১০ থেকে ২০ মেট্রিক টন হতে পারে।
ওড়িশায় যদি ২০ মেট্রিক টন সোনাও মজুত থাকে তাহলে সেই সোনার দাম হতে পারে ১৮ হাজার ২৮০ কোটি টাকা। যদিও এই পরিমাণ সোনা ভারতের বর্তমান সোনা আমদানির তুলনায় প্রায় কিছুই নয়। গত বছর আমাদের দেশ ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন সোনা আমদানি করেছিল বিদেশ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, ওড়িশার এই সোনার খনি ভারতকে গোল্ড ম্যাপে তেমন বড় কোনও জায়গা করে দেবে না। তবে, এই খনি থেকে সোনা উত্তলন শুরু হলে খনি অঞ্চলকে কেন্দ্র করে বিকশিত হবে ওড়িশার অর্থনীতি। কর্মসংস্থান হবে অনেক মানুষের। তার প্রভার পড়বে ভারতের অর্থনীতিতেও।