Gold Price: চড়চড়িয়ে বাড়ছে সোনার দর, আজ হলুদ ধাতুর দাম কত?
Gold price: অনেকের মতে, বিয়ের মরশুম কেটে গেলে সোনার দাম কমতে পারে। কিন্তু, উল্টো কথা বলছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম পড়ে যাওয়ায় সোনায় লগ্নি করার ঝোঁক বেড়েছে। এর উপর ইজরায়েল-হামাসের যুদ্ধ বিশেষ প্রভাব ফেলেছে। তাই বর্তমানে সোনায় লগ্নি করা লাভজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কলকাতা: চলতি মাসের পুরোটাই বিয়ের মরশুম। স্বাভাবিকভাবে সোনার চাহিদাও তুঙ্গে। আর তার ফলে ক্রমশ ঊর্ধ্বগামী সোনার দাম। যদিও আন্তর্জাতিক বাজারের দামের উপরই মূলত সোনার দাম (Gold price) নির্ভর করে। সেদিক থেকেও সোনায় লগ্নি করার ঝোঁক বাড়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। এর উপর দেশে বর্তমানে বিয়ের মরশুম চলায় সোনার দাম চড়চড়িয়ে বাড়ছে। একদিন স্থিতাবস্থার পরই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। শনিবার কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার গয়নার দাম পৌঁছল ৫৮ হাজারের কোটায়। আর ২৪ ক্যারেটের সোনার দাম পৌঁছেছে ৬৩ হাজারের কোটায়। তবে রুপোর দামে কিছুটা নাগাল পড়েছে। এদিন সোনা ও রুপোর দাম কত দাঁড়াল, দেখে নেওয়া যাক একনজরে।
শনিবার কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার গয়নার দাম উঠেছে ৫৭ হাজার ৭০০ টাকায়, যা শুক্রবারের তুলনায় ১৫০ টাকা বেশি। একইভাবে এদিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৫০ টাকা, যা শুক্রবারের তুলনায় ১৭০ টাকা বেশি।
অন্যদিকে, রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। ফলে শুক্রবারের মতো এদিনও ১ কেজি রুপোর দাম ৭৭ হাজার ২০০ টাকা। সোনার দাম যেখানে ক্রমশ ঊর্ধ্বমুখী সেখানে গত দু-দিন আগেও রুপোর দাম নিম্নমুখী ছিল।
অনেকের মতে, বিয়ের মরশুম কেটে গেলে সোনার দাম কমতে পারে। কিন্তু, উল্টো কথা বলছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম পড়ে যাওয়ায় সোনায় লগ্নি করার ঝোঁক বেড়েছে। এর উপর ইজরায়েল-হামাসের যুদ্ধ বিশেষ প্রভাব ফেলেছে। সবমিলিয়ে, সোনার দাম আপাতত কমার সম্ভাবনা নেই। তাই বর্তমানে সোনায় লগ্নি করা লাভজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।