
কলকাতা: ডিসেম্বর জুড়ে বিয়ের মরশুম। সোনার গহনা যদি কিনতে হয়, তাহলে সপ্তাহন্তে আজ সোনা কেনার সেরা সময়। সপ্তাহ জুড়ে অল্প-বিস্তর কমছিল সোনার দাম। আজ, শনিবার একধাক্কায় ৫ হাজার টাকারও বেশি কমল সোনার দাম। যে হারে বর্তমানে সোনার দাম বেড়েছে, তাতে এই সময়ে দাম কমায় স্বস্তিতে ক্রেতা ও দোকানি- দুজনেই। নিজের জন্য হোক বা প্রিয়জনের জন্য, সোনা কেনার আজ সেরা দিন। তার আগে দেখে নিন আজকের সোনা-রুপোর দাম কত?
আজ, ৬ ডিসেম্বর ২৪ ক্যারেটের সোনার দাম একধাক্কায় ৫৪০০ টাকা কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৩ হাজার ১৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ লক্ষ ১ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম একদিনে ৫৪০ টাকা কমেছে।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৯৩০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৩০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৯৩ হাজার টাকা। একদিনে ৫ হাজার টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দামও কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৭৬১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৭ হাজার ৬১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ৭৬ হাজার ১০০ টাকা। একদিনে ৪১০০ টাকা দাম কমেছে সোনার।
সোনার দাম কমলেও, রুপোর দাম কিন্তু আজ বেশ অনেকটা বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৯ হাজার টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা। একদিনে ৩ হাজার টাকা দাম বেড়েছে।