কলকাতা: প্রেম-জ্বরে কাবু গোটা দুনিয়া। এখন প্রেমের মরশুম চলছে। রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। একইসঙ্গে রয়েছে সরস্বতী পুজো, যাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে। অর্থাৎ এবারে প্রেম দিবস হয়ে উঠতে চলেছে জমজমাট। আর প্রেম দিবসকে আরও চমকদার করতে পারে সোনার গয়না। প্রেম দিবসে ভালবাসার মানুষকে উপহার দেবেন না, এমন প্রেমিক খুব কম দেখা যায়। প্রেমিকা বা স্ত্রীর জন্য ভাল উপহার হতে পারে সোনার গয়না। গত কয়েকদিন ধরেই সোনার দাম নিম্নমুখী। তাই ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিকার জন্য ভাল উপহার হতে পারে ট্রেন্ডি সোনার গয়না। আজ সোনার দাম কত দেখে নেওয়া যাক একনজরে
আজ, ১৩ ফেব্রুয়ারি, মঙ্গবার কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬২ হাজার ৯৪০ টাকা, যা সোমবারের তুলনায় ১০ টাকা কম। সোমবারও সোনার দাম ১০ টাকা কমেছিল।
এদিন ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও ১০ টাকা কমেছে। ফলে শহরে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৯০ টাকা। একইভাবে সোমবারও ১০ টাকা দাম কমেছিল।
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও সোমবারের মতো এদিন ১০ টাকা কমেছে। ফলে এদিন ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৭ হাজার ২০০ টাকা।
সোনার দাম সামান্য কমলেও রুপোর দাম ঊর্ধ্বমুখী। এদিন শহরে ১০০ গ্রাম রুপোর দাম ১০ টাকা বেড়েছে। ফলে এদিন ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৫৬০ টাকা। একইভাবে ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা। ফলে একদিনে ১ কেজি রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৬০০ টাকা।