Gold Price Today: শনিবারে মুখে হাসি ক্রেতাদের, দাম কমল হলুদ ধাতুর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 25, 2023 | 11:33 AM

Gold Price Today: শনিবার দাম কমল সোনার। তবে ঊর্ধ্বমুখী রুপোর দর।

Gold Price Today: শনিবারে মুখে হাসি ক্রেতাদের, দাম কমল হলুদ ধাতুর
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: শনিবারের সকালে দাম কমল সোনার (Gold Price Today)। চৈত্রের সেলের আবহে সোনার দাম কমায় জামা-কাপড়ের পাশাপাশি সোনার গয়না কিনে নেওয়ার আগ্রহ দেখা দিতে পারে। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ১৬০ টাকা। সোনার দাম কমলেও আজ  ঊর্ধ্বমুখী রুপোর দর। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বাড়ল ৩০০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৪৮৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৩,৮৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৪,৮৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৪৮,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৯৮৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৭,৮৭২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৯,৮৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৯৮,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৩,৩০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সব রেকর্ড ভেঙে দিয়ে কয়েকদিন আগেই হু হু করে বেড়েছিল সোনার দর। তবে আজ কিছুটা দাম কমল সোনার। এই বছরে প্রথম থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। কয়েকদিন আগেই সব রেকর্ড ভেঙে ৬০ হাজারের গণ্ডি পেরিয়েছিল সোনার দর।

বিশ্ব বাজারে আজ চড়চড়িয়ে দাম বাড়ছে স্পট গোল্ডের। তার ফলে দেশীয় বাজারেও ঊর্ধ্বমুখী থাকছে সোনার দর। আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৭৭.৪৭ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৪৯৪ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৬.৪০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৭.৯৮ টাকা।

Next Article