কলকাতা: লক্ষ্মীবারে সদয় লক্ষ্মী। দাম কমল সোনার। একইসঙ্গে কমেছে রুপোর দামও। বিয়ের মরশুমে সোনার কেনাকাটা যেহেতু চুটিয়ে চলছে, তাই সোনার দাম কমায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকে গহনা কেনার সেরা দিন। আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ১২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭১ হাজার ২৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৭৭৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৭৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৭৭ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮৩৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৩৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।