Gold Price Today: এক ধাক্কায় অনেকটা সস্তা সোনা, শহরে দাম কত সোনা-রুপোর?

Gold Price Today: এক ধাক্কায় আজ অনেকটা সস্তা হল সোনা। সামান্য কমেছে রুপোর দরও।

Gold Price Today: এক ধাক্কায় অনেকটা সস্তা সোনা, শহরে দাম কত সোনা-রুপোর?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 11:19 AM

কলকাতা: বহুদিন পর দেশীয় বাজারে দাম কমল সোনার (Gold Price Today)। ফলে মুখে চওড়া হাসি ক্রেতাদের। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৮০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৮৭০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম কমল রুপোরও। বুধবার ১ কেজি রুপোর দাম (Silver Price Today) কমল ৫০০ টাকা।

বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৪২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৩,৩৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৪,২০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৪২,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৯১৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৭,৩০৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৯,১৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৯১,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭১,৬০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সব রেকর্ড ভেঙে দিয়ে কয়েকদিন আগেই হু হু করে বেড়েছিল সোনার দর। তবে আজ অনেকটা হারে দাম কমল সোনার।

বিশ্ব বাজারেও আজ সামান্য দাম কমল স্পট গোল্ডের দাম। তার ফলে দেশীয় বাজারেও সোনার দর নিম্নমুখী। গতকাল বিশ্ব বাজারে আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯৮২.০৩ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১,৯৪০.৩৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫০৬.৩০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৯.২০ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৬.৭২ টাকা।