
কলকাতা: ডিসেম্বর পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। বিয়ে মানেই তো সোনার গহনা চাই-ই চাই। ডিসেম্বরের শুরুতে চড়চড়িয়ে বাড়ছিল সোনার দাম (Gold Price)। তবে আজ, ৪ তারিখে হঠাৎ ঝুপ করে পড়ল সোনার দর। যদি কারোর সামনে বিয়ে থাকে বা উপহার দেওয়ার জন্য যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে আজই সুবর্ণ সুযোগ। সোনার দোকানে যাওয়ার আগে কত দর রয়েছে আজ, জেনে নিন-
আজ, ৪ ডিসেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বো ১৩ লক্ষ ৩ হাজার ৬০০ টাকা। একদিনে ২২০০ টাকা দাম কমেছে সোনার। ১০ গ্রাম সোনার দাম কমেছে ২২০ টাকা।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ৯৫ হাজার টাকা। একদিনে ২০০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৭৭৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৭ হাজার ৭৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৭৭ হাজার ৮০০ টাকা। একদিনে ১৬০০ টাকা দাম কমেছে।
সোনার দাম কমলেও রুপোর দামে আজ কোনও পরিবর্তন আসেনি। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৯ হাজার ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ৯১ হাজার টাকা।