Gold Price Today: মিটল সোনার ‘গরম’, আজ শহরে দর কত সোনা-রুপোর?
Gold Price Today: আজ দাম কমল সোনার। তবে দাম বেড়েছে রুপোর।
কলকাতা: বুধবার স্বস্তি ফিরল সোনার ক্রেতাদের। দীর্ঘদিন পর আজ দাম কমল সোনার (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। সোনার দামে স্বস্তি মিললেও দাম বেড়েছে রুপোর (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৩০৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,৪৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৩,০৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৩০,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৮৭ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৬,২৯৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৮৭০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৮,৭০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৯,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত পাঁচদিন চড়চড়িয়ে দাম বেড়েছিল সোনার। কয়েকদিনে ২,২৫০ টাকা দাম বেড়েছিল সোনার। তবে বুধবার দাম কমল হলুদ ধাতুর। এদিকে রুপোর দাম বেড়েই চলেছে।
বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে স্পট গোল্ডের দাম। তাই দেশীয় বাজারেও পড়েছিল তার প্রভাব। আজ বিশ্ব বাজারেও সামান্য কমেছে স্পট গোল্ডের দাম। তাই দেশীয় বাজারেও কমল দর। বিশ্ব বাজারে গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯০৪.২৩ মার্কিন ডলার। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ১,৯০০.১৯ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৩৯২.২৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৯.২০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৯.৬৬ টাকা।