Gold Price Today: রঙের উৎসবে দাম কমল সোনার, রঙিন হল ক্রেতাদের মন

Gold Price Today: আজ অনেকটা হারে দাম কমল সোনার। তবে এ দিন অপরিবর্তিত রয়েছে রুপোর দর।

Gold Price Today: রঙের উৎসবে দাম কমল সোনার, রঙিন হল ক্রেতাদের মন
অনেকটা হারে দাম কমল সোনার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 10:47 AM

কলকাতা: ‘বসন্ত জাগ্রত দ্বারে’। আর এই বসন্তেই নিম্নমুখী সোনার দাম (Gold Price Today)। আজ দোল পূর্ণিমা। এই পুণ্য তিথিতেই অনেকটা হারে দাম কমল সোনার। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০০ টাকা। একই হারে দাম কমল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। এদিন সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দর (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৭ হাজার টাকা।

মঙ্গলবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,১৬৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৩২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫১,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,১৬,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৩৫ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,০৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৩৫০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৩,৫০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬৭,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

মার্চের শুরু থেকেই দাম বাড়ছিল। তারপর গতকাল দাম বাড়েনি সোনার। আর আজ সকাল সকাল দাম কমল সোনার। তবে আজ অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।

আজ বিশ্ব বাজারে কমেছে সোনার দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৫৩.৯৮ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১,৮৪৭.৩৫ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও দাম কমেছে সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৪০৪.১৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৭.১৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩