Gold Price Today: সপ্তাহের মাঝে ঝুপ করে পড়ল সোনার দাম, দেরি না করে আজই কেনাকাটি সেরে নিন
Gold-Silver Rate in Kolkata: সামনেই আবার বিয়ে মরশুম। এই সিজনে সোনার কেনাকাটা তো হবেই। কিন্তু সোনার যা চড়া দাম। ২০২৫ সালের শুরুতেই একধাক্কায় অনেকটা বেড়েছে সোনার দাম। কেনাকাটার প্ল্যানিং কি তবে বাতিল?
কলকাতা: নতুন বছর পড়েছে। সামনেই আবার বিয়ে মরশুম। এই সিজনে সোনার কেনাকাটা তো হবেই। কিন্তু সোনার যা চড়া দাম। ২০২৫ সালের শুরুতেই একধাক্কায় অনেকটা বেড়েছে সোনার দাম। কেনাকাটার প্ল্যানিং কি তবে বাতিল? মধ্যবিত্তদের স্বস্তি জোগাতে আজ কিছুটা হলেও কমল সোনার দাম। তবে দাম বেড়েছে রুপোর। সোনা-রুপোর কেনাকাটি করার পরিকল্পনা থাকলে, আজ কত দর রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
আজ, ৮ জানুয়ারি ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২১৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ২১ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৮৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৮ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৮৭ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজার ৯০২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৯০ হাজার ২০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দামও ১০০ টাকা কমেছে।
রুপোর দাম-
সোনার দাম কমলেও, রুপোর দাম বেড়েছে আজ। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ পড়বে ৯ হাজার ২৬০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯২ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।