
নয়া দিল্লি: সূচক আর নামছে না, হু হু করে বেড়েই চলেছে সোনার দাম। বেশিদিন না, বছর খানেক আগেই ১০ গ্রাম সোনার দাম ছিল ৫০ হাজার টাকা। এখন তা প্রায় ১ লাখ ছুঁইছুঁই। দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২ হাজার ৬৪০ টাকা। ২২ ক্যারেট সোনার দামও এক লাখের কাছে। আগামিদিনে এই সোনার দাম কত হবে জানেন? আড়াই লক্ষ টাকা। সেই দিন বেশি দূর নয়।
চলতি বছরের জুলাই মাসেই ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ টাকা পার করে গিয়েছে। পরিসংখ্যান বলছে, বিগত ৬ বছরে সোনার দাম ২০০ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৫ বছরের মধ্যে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে ১০ গ্রাম সোনার দাম ২ লক্ষ ২৫ হাজার টাকা থেকে ২ লক্ষ ৫০ লক্ষ টাকায় পৌঁছে যাবে। ২০১৯ সাল থেকে ২০২৫ সালের মধ্যে, প্রতি বছরে গড়ে ১৮ শতাংশ করে সোনার দাম বেড়েছে। এই হারেই এগোতে থাকলে ৫ বছরে ২ লক্ষ ২৫ হাজার টাকা সোনার দাম বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই সোনার দাম বাড়ার অন্যতম কারণ। এছাড়া ইরান-ইজরায়েলের সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতও সোনার দাম বাড়ার অন্যতম কারণ। এছাড়া বিশ্ববাজারে অনিশ্চয়তার কারণে সোনার দাম বাড়ছে হু হু করে।