
সোনার দাম ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ১ লক্ষের গণ্ডি। আর এবার বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম পেরোতে পারে ৩ লক্ষ টাকা! শুনেই কি আঁতকে উঠলেন? আসলে অর্থনীতির অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক অস্থিরতা আর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর সোনা কেনার কারণে বিশ্বজুড়ে হু হু করে বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল সংস্থা সুইস এশিয়া ক্যাপিটালের পূর্বাভাস অনুযায়ী, অদূর ভবিষ্যতে প্রতি আউন্স সোনার দাম ৮,০০০ মার্কিন ডলার পর্যন্ত পৌঁছতে পারে। এই পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে ভারতের বাজারে ১০ গ্রাম সোনার দাম ৩ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। কিন্তু এই অস্বাভাবিক আকাশছোঁয়া দামের কারণ কী? প্রেক্ষাপট ও পূর্বাভাস ২০২৫ সালে এখনও পর্যন্ত ৪৩ শতাংশ দাম বেড়েছে সোনার। অন্য কোনও অ্যাসেট ক্লাস কিন্তু এই পরিমাণ রিটার্ন এখনও দিতে পারেনি। আর ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ধরলে সোনার দাম বেড়েছে ১২৬ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, এই মূল্যবৃদ্ধির কারণ শুধুমাত্র মুদ্রাস্ফীতি...