Gold Price Hike: ৮০০০ টাকা ছাড়িয়ে গেল ১ গ্রাম সোনার দাম! গহনা কিনতে কত খসবে জানেন?

Gold-Silver Rate in Kolkata: কখনও ৪৪০ ভোল্টের, কখনও আবার সোজা ১০০০ ভোল্টের। মাঝে কয়েকদিন দাম কমায় সামান্য স্বস্তি মিললেও, আজ ফের ধাক্কা দিল সোনার দাম। ফের একলাফে অনেকটাই চড়ল সোনার দাম।

Gold Price Hike: ৮০০০ টাকা ছাড়িয়ে গেল ১ গ্রাম সোনার দাম! গহনা কিনতে কত খসবে জানেন?
ফাইল চিত্র।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 15, 2025 | 1:36 PM

কলকাতা: নতুন বছরের শুরু থেকেই ঝটকা দিচ্ছে সোনার দাম। কখনও ৪৪০ ভোল্টের, কখনও আবার সোজা ১০০০ ভোল্টের। মাঝে কয়েকদিন দাম কমায় সামান্য স্বস্তি মিললেও, আজ ফের ধাক্কা দিল সোনার দাম। ফের একলাফে অনেকটাই চড়ল সোনার দাম। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও।

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ১৫ জানুয়ারি ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৩৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৩ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৩৪ হাজার টাকা। একদিনে ১০০০ টাকা সোনার দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮০০৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৭০০ টাকা। একদিনে ১১০০ টাকা দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনার।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬০ হাজার ৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬০০ টাকা। একদিনে ৯০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

রুপোর দামও বেড়েছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৩৫০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৩ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০০ টাকা দাম বেড়েছে রুপোর।