Gold Price Hike: কিনবেন কী, দাম দেখেই ছ্যাঁকা লাগবে! ২ দিনেই ৬ হাজার টাকা দাম বাড়ল সোনার, এখন দর কত?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 10, 2025 | 11:07 AM

Gold-Silver Rate: লাগাতার চড়ছে সোনার দর। বৃহস্পতিবারের পর আজ, শুক্রবারও ফের বাড়ল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও বেড়েছে। যাদের সামনে বিয়ে বা বিয়ের নিমন্ত্রণ রয়েছে, তাদের সোনা কিনতে বেশ অনেকটাই খরচ পড়বে।

Gold Price Hike: কিনবেন কী, দাম দেখেই ছ্যাঁকা লাগবে! ২ দিনেই ৬ হাজার টাকা দাম বাড়ল সোনার, এখন দর কত?
সোনার দর কত আজ?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: মাস যত এগোচ্ছে, ততই যেন চড়ছে সোনার দাম। লাগাতার চড়ছে সোনার দর। বৃহস্পতিবারের পর আজ, শুক্রবারও ফের বাড়ল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও বেড়েছে। যাদের সামনে বিয়ে বা বিয়ের নিমন্ত্রণ রয়েছে, তাদের সোনা কিনতে বেশ অনেকটাই খরচ পড়বে। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ২৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ৮৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা। একদিনে ২৫০০ টাকা বেড়েছে।

২৪ ক্যারেট সোনার দাম-

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৯৪৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৪৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৯৪ হাজার ৭০০ টাকা। একদিনে ২৭০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজার ৯৬১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯ হাজার ৬১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৯৬ হাজার ১০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দামও একদিনে ২১০০ টাকা বেড়েছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৩৫০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়ছে ৯৩ হাজার ৫০০ টাকা। একদিনেই ১০০০ টাকা দাম বেড়েছে।

Next Article