
কলকাতা: সামনেই দুর্গাপুজো। রয়েছে বিয়ের মরশুমও। আর উৎসব, অনুষ্ঠানে সোনার গহনা ছাড়া বাঙালির সাজ যেন অসম্পূর্ণ। তবে সোনার যা দাম এখন, তাতে চিন্তায় ঘুম উড়েছে মধ্যবিত্তের। কেনাকাটা কমছে, এই শঙ্কা দোকানিদেরও। বাজেটের মধ্যে সোনার গহনা কিনতে অনেকেই এখন ২২ ক্য়ারেটের বদলে ১৮ ক্যারেটের সোনার গহনা কিনছেন। আপনার যদি সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনা-রুপোর দর কত রয়েছে জেনে নিন-
আজ, ২৮ অগস্ট ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ২৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ২ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১০ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৩৯১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৩ হাজার ৯০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৯ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৬৮৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৬ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৬৮ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
সোনার দাম বাড়লেও, রুপোর দাম কিছুটা কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১১ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। ১০০ টাকা কমেছে রুপোর দাম।