Gold Price on 4 October: লক্ষ্মীপুজোর আগেই এক ঝটকায় ৮ হাজার টাকা বেড়ে গেল সোনার দাম! এবার কত দর হল?

Gold Silver Price in Kolkata on 4 October, 2025: আজ, শনিবার ফের দাম বাড়ল সোনার। গতকাল দাম কমেছিল সোনার, আজ আবার এক ঝটকায় বেড়ে গেল সোনার দাম। সামনেই যাদের বিয়ে বা কোনও কারণে সোনা কেনার পরিকল্পনা রয়েছে, তাদের খরচ বাড়তে চলেছে অনেকটাই।

Gold Price on 4 October: লক্ষ্মীপুজোর আগেই এক ঝটকায় ৮ হাজার টাকা বেড়ে গেল সোনার দাম! এবার কত দর হল?
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Oct 04, 2025 | 2:22 PM

কলকাতা: দুর্গাপুজো মিটতে না মিটতেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। আজ, শনিবার ফের দাম বাড়ল সোনার। গতকাল দাম কমেছিল সোনার, আজ আবার এক ঝটকায় বেড়ে গেল সোনার দাম। সামনেই যাদের বিয়ে বা কোনও কারণে সোনা কেনার পরিকল্পনা রয়েছে, তাদের খরচ বাড়তে চলেছে অনেকটাই। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-

২৪ ক্যারেট সোনার দাম-

আজ, ৪ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৯৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ৯৪ হাজার টাকা। একদিনে ৮৭০০ টাকা দাম বেড়েছে।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৯৪৫ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা। একদিনে ৮০০০ টাকা দাম কমেছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৮৯৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৯ হাজার ৫৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা। একদিনে ৬৫০০ টাকা দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

সোনার যেমন দাম বেড়েছে, রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ৫০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার টাকা। একদিনে ৩০০০ টাকা দাম বেড়েছে রুপোর।